সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ২ বারের উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল চৌধুরী। তিনি গত শুক্রবার সন্ধ্যায় চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ মত ব্যক্ত করেন।
এ সময় তিনি জানান, আওয়ামীলীগের সাথে অতীতে ছিলেন বর্তমানে আছেন আগামীতেও থাকবেন। দলের জন্য তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন। তবে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। দল মনোনয়ন না দিলেও তিনি দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করবেন বলেও জানান।
এ সময় উপজেলা ও মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিল্লাল চৌধুরী উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত।
Leave a Reply