সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষ্যে বুধবার সকালে চাটখিল পৌরসভার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সকাল ১০টায় শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কের পাশে আনিতাশ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন জাকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা মেয়র ও চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটখিল থানা অফিসার ইনচার্জ মো.আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র জসিম উদ্দিন বাবলু, উপজেলা নির্মাণ শ্রমিক সভাপতি মো.শাহজাহান,কাউন্সিলর গোলাম সারওয়ার বাদশা,নজির আহমদ ও পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন। এসময় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply