বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা :
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসনে জনবল সংকট রয়েছে। দীর্ঘদিন থেকে এ অবস্থা বিরাজ করছে। এতে করে প্রশাসনিক কাজকর্ম ব্যহত হচ্ছে।
জানা গেছে স্থানীয় পর্যায়ে সরকারের সকল উন্নয়ণ কর্মকান্ড উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হলেও এ উপজেলায় দীর্ঘদিন থেকে প্রাণী সম্পদ কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জন স্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী এবং পরিসংখ্যান কর্মকর্তা পদ খালি রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী পদ শুন্য রয়েছে। বিভিন্ন বিভাগীয় অফিসে একই অবস্থা। শূণ্য পদ সমূহের কারণে প্রতিনিয়ত সরকারী ও দাপ্তরিক কাজকর্ম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এ পদ সমূহ পূরণে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে প্রতিবেদন পাঠানো হলেও এর কোন প্রতিকার হচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি শূন্য পদ সমূহের কথা স্বীকার জানান উপজেলা প্রশাসন থেকে প্রতি মাসে উর্ধ্বতন কর্তৃপক্ষকে যে প্রতিবেদন পাঠানো হয় তাতে শূন্য পদ সমুহের তালিকা দেওয়া হয়। এসব পদ পূরণে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের।
Leave a Reply