সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক: চাটখিল উপজেলা সদর পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্ট মাষ্টারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, জালিয়াতিসহ দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন লাভ হয়নি বলে ভূক্তভোগীরা জানান।
বিভিন্ন সূত্রে খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলা পোস্ট মাষ্টারের পদ খালি থাকায় গত ১লা মার্চ সোমপাড়া পোস্ট অফিসের সাব পোস্ট মাষ্টারকে চাটখিল উপজেলা পোস্ট মাষ্টারের দায়িত্ব প্রদান করা হয়। এই দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছা অনুযায়ী পোস্ট অফিসের কাজকর্ম করতে থাকে। এ সময়ে তিনি চাটখিল থানার জনৈক পুলিশ অফিসারের কাছে পোস্ট মাষ্টারের জন্য বরাদ্দকৃত বাসাটি ভাড়া দেয়। এই বিষয়ে জানাজানি হলে উক্ত পুলিশ অফিসার বাসা ছেড়ে দিতে বাধ্য হয়।
পোস্ট অফিসে রেজিষ্টার্ড চিঠিপত্র দিতে প্রাপ্তি স্বীকারপত্রের জন্য অতিরিক্ত অর্থ আদায় করে নিলেও গ্রাহকরা প্রাপ্তি স্বীকারপত্র ফিরে পান না। এই বিষয়ে গ্রাহকরা জানতে চাইলে গ্রাহকদের কোন সদুত্তর দেন না। পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদে সঞ্চয়পত্র কিনতে গেলে সঞ্চয়পত্র নেই বলে প্রথমে জানালেও পরে উৎকোচ দিলে সঞ্চয়পত্র পাওয়া যায়। গ্রাহকরা দশ টাকা মূল্য মানের রাজস্ব টিকেট কিনতে গেলে পাওয়া যায় না। অথচ বাজারের বিভিন্ন দোকানে রাজস্ব টিকেট সয়লাভ। গ্রাহকরা প্রয়োজনে ১০ টাকার রাজস্ব টিকেট বাজার থেকে ১২-১৫ টাকা দিয়ে কিনতে বাধ্য হয়। এতে করে গ্রাহকরা একদিকে হয়রানির স্বীকার হয় অন্যদিকে অতিরিক্ত অর্থ দিতে হয়।
এই ব্যাপারে পোস্ট মাষ্টার জাকির হোসেন এর সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply