রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের ফাওড়া গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলম প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তার বসতঘর ভাংচুর, অর্থ ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাওড়া গ্রামের হাজী বাড়ির মৃত আমিন উল্যার ছেলে প্রবাসী জাহাঙ্গীর আলম এর সাথে একই বাড়ির আবুল কাশেমের ছেলে তাজুল ইসলাম মিঠুদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে কথাকাটারি এক পর্যায়ে প্রতিপরে তাজুল ইসলামসহ ৩/৪জন একত্রিত হয়ে জাহাঙ্গীর আলমকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাঠিদিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা তার পটেকে থাকা নগদ টাকা ও তার বসতঘর ভাংচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বেড নং-১) চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, সন্ত্রাসীরা তাকে প্রাণে মেরে তার সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply