সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
চাটখিল প্রতিনিধি:
চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবু হানিফের বাড়িতে বার বার পুলিশি তল্লাশীর কারণে পরিবার পরিজন আতঙ্কে দিন কাটাচ্ছে।
সূত্রে জানা যায়, চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বদলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নোয়াখালী বারের নিয়মিত উকিল এডভোকেট আবু হানিফের বাড়িতে রমজান ঈদের পর ৪ দফায় পুলিশি অভিযান চালানোর কারণে বাড়ির লোকজন আতঙ্কে দিনাতিপাত করছে। এ ব্যাপারে এডভোকেট আবু হানিফ বলেন, আমার এবং আমার দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক এ ধরনের হামলা-মামলা অভিযান চালিয়ে যাচ্ছে। দেশে আইনের শাসন থাকলে এ ধরনের অপকর্ম হতো না।
এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ ইমাউল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এডভোকেট আবু হানিফ নাশকতার মাধ্যমে ভঙ্গুর দলকে সু-সংগঠিত করার ষড়যন্ত্র করছে বলে আমাদের কাছে তথ্য আছে।
Leave a Reply