সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার রামনারায়নপুর গ্রামের আবদুর রব চৌধুরীর ছেলে আবদুল কাইয়ুম চৌধুরী (৪৯) এর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। চাটখিলে এটাই প্রথম করোনা আক্রান্ত রোগী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহম্মেদ জানান, আবদুল কাইয়ুম ধান কাটার জন্য গত কয়েক দিন আগে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি আসে। এলাকাবাসী তার ঢাকা থেকে আসার খবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত করোনা চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
ডা. মোস্তাক আরো জানান, তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।
Leave a Reply