সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতাঃ
নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম তার নির্বাচনী এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ এবং মন্দিরে গতকাল বৃহস্পতিবার সকালে ধর্ম মন্ত্রণালয় প্রদত্ত অনুদানের চেক বিরতণ করেছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠান ইউএনও রায়হানুল হারুনের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। উপজেলার ১ শ টি মসজিদ এবং ২০টি মন্দিরে ৪০ লক্ষ টাকার অনুদানের টাকার চেক বিরতণ করেন। তাছাড়া এমপি এইচএম ইব্রাহিম গত ২৪ মে থেকে টানা ২০ দিন এলাকায় অবস্থান করে চাটখিলের ৯ ইউনিয়ন ও ১ পৌরসভার ৯০টি ওয়ার্ড এবং সোনাইমুড়ির ৭ ইউনিয়ন, ১ পৌরসভার ৭২টি ওয়ার্ডের ৪০ হাজার ৫শত শাড়ী হত দারিদ্র মহিলাদের মাঝে বিরতণ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন চাটখিল থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর করিব, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাবেক ছাত্র নেতা নিজাম উদ্দিন (ভিপি নিজাম), সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকির, সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু সহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ অন্যান্য নেতৃবন্দ।
Leave a Reply