রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: চাটখিল উপজেলার কেশুরবাগ গ্রামে গত শনিবার সকালে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে মা কে কুপিয়ে গুরুতর জখম করল তার বড় ছেলে মোঃ হেলাল (৩৯) এবং ছোট ভাই হোসেন আলী (৩৭) কে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত মা পেয়ারা বেগম (৬২) কে এবং ছোট ভাই হোসেন আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ছোট ভাই হোসেন আলী বাদী হয়ে ৪ জনের নাম সহ অজ্ঞাত ১৪/১৫ জনের নামে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, শনিবার সকালে মোঃ হেলাল এর নেতৃত্বে ১৯/২০ জনের একদল সন্ত্রাসী লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হোসেন আলীর ঘরের পাশে কিছু জায়গা দখল করতে আসে। এ সময় হোসেন আলী বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় তার চিৎকারে মা পেয়ারা বেগম ও স্ত্রী হাসনা বেগম এগিয়ে এলে তাদেরকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে। সন্ত্রাসীদের দায়ের কোপে মা পেয়ারা বেগম গুরুতর যখম হয়। সন্ত্রাসীরা এ সময় হাসনা বেগমের শ্লীলতাহানী করে তার গলার সোনার চেইন নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা হোসেন আলীকে যে কোন সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছে।
Leave a Reply