মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
উগ্রবাদকে রুখতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটি সংগঠন।
রোববার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সহিংসতা ও উগ্রবাদবিরোধী নাগরিক সংলাপ এবং বিতর্ক প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ডিবেট ফর ডেমোক্রেসি আশা করে বিতর্ক চর্চার মাধ্যমে তরুণ সমাজ উগ্রবাদ ও সহিংসতা থেকে দূরে থাকবে। উগ্রবাদ ও সহিংসতাবিরোধী তথ্য প্রবাহ জোরদারকরণের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এগিয়ে আসবে।
তারা বলেন, জঙ্গি তৎপরতা রুখতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি তরুণ সমাজের সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডিবেট ফর ডেমোক্রেসি সম্প্রীতি প্রকল্পের অংশীদার হিসেবে ছয় মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিযোগিতার মোট ১৬টি দল অংশ নেবে। ২০১৯ সালের জানুয়ারি-মার্চ পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক আবু রইচ, পরিচালক তাজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply