সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
ঢাকাস্থ নোয়াখালী জেলার চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল গত শনিবার বিকেলে পান্থপথ সামারাই কনভেনশন হল-এ অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশন এর সভাপতি কবির আহম্মেদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া বাবুল, আওয়ামীলীগ নেতা সালেহ আহম্মেদ চৌধুরী, ঢাকাস্থ চাটখিল জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুছাব্বির ভুইয়া, চাটখিল ক্লাব লিঃ এর প্রেসিডেন্ট এ. এম মাসুদ পাটোয়ারী, অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হাজী লোকমান হোসেন, সমাজকল্যান সম্পাদক আবুল হাসনাত বেপারী, ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ মুশফিকুর রহমান, সদস্য সচিব এ্যাডভোকেট আমির হোসেন প্রমূখ। আলোচনা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply