সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট মাদক ও অস্ত্র ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের করিম মেম্বার চাটখিলে ব্যবসায়িকে অপহরন-চাঁদা দাবি -থানায় মামলা চাটখিলের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমসহ আওয়ামীলীগের ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা অপারেশন ক্লিন লীগ’ ঘোষণার দাবি গণঅধিকার পরিষদ নেতার বন্যা দুর্গতদের মাঝে এন আর বি ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ চাটখিলে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্র লীগের হামলার অভিযোগ টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ায় পুলিশের এস আই ক্লোজড সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরি নিয়ে দ্বন্দ্ব, যুবককে গুলি করে হত্যা
মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ

মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও মিশিগানের গভর্নর নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের (বিএডিসি) এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির প্রায় সহস্রাধিক ভোটার অংশ নেন। আগামী ৬ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গত রোববার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলা টাউন খ্যাত হামট্রামিকের গেট অব কলম্বাসে অনুষ্ঠিত নির্বাচনী র‌্যালিতে মিশিগানের গভর্নর, লুইটানেন্টের গভর্নর প্রার্থী, সিনেটর ও মিশিগানের কংগ্রেস ম্যান-ওম্যানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ অংশ নেন।

মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের ডেমোক্রেটস ককাস (বিএডিসি) এ নির্বাচনী সমাবেশের আয়োজন করে। মার্কিন মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট দানে উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের উপস্থিতির গুরুত্ব বোঝাতে এ ধরনের আয়োজন বেশ সফলতা পায়।

মিশিগানে গভর্নর, কেন্দ্রীয় সিনেট সদস্য সহ রাজ্যের বিভিন্ন পদে এ বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেট প্রার্থীদের সমর্থনে আয়োজিত এ র‌্যালিতে মিশিগানের প্রায় সব কেন্দ্রীয় ও স্থানীয় ডেমোক্রেট নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। র‌্যালিতে আমন্ত্রিত আতিথিদের মাঝে উপস্থিত ছিলেন গভর্নর পদে ডেমক্রেট প্রার্থী গ্রিচেন হুইটমার, লেফটেন্যান্ট গভর্নর প্রার্থী গারলিন গিলক্রীস, সিনেটর প্রার্থী ড্যাবি স্টাবিনাও, সিনেটর গ্যারি পিটার্স, কংগ্রেস ওম্যান ব্রেন্ডা লওরেন্স, মিশিগান ডেমোক্রেট দলের চেয়ারম্যান ব্রান্ডন ডিলন, কংগ্রেসনাল প্রার্থী রাশিদা টালিব, অ্যান্ডি লেভিন, হ্যালি স্টিভেন্স, অ্যাটর্নি জেনারেল প্রার্থী ড্যানা নাসেল, সেক্রেটারি অব স্টেট প্রার্থী জলিন বেনসন, সুপ্রিম কোর্ট প্রার্থী স্যামুয়েল ভেগিনটস ও ম্যাগান ক্যালি, প্রাইমারিতে গভর্নর প্রার্থী আব্দুল আল সাঈদ, এডুকেশন বোর্ড প্রার্থী টিফনি টিটলি, ক্যালি টেবি, স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী অ্যাইজ্যাক রবিন ও পদ্ম কোপা, হ্যামট্রামিক শহরের মেয়র কারেন মেজেস্কিসহ আরও অনেকে।

Misigan-2

কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ ইকবাল চৌধুরী বকুল, হাজী নিজাম উদ্দিন, ফারুক আহাম্মদ চান, খন্দকার ইউসুফ কামাল, দেওয়ান আকমল চৌধুরী, মো. নওশের আলম, আব্দুল লতিফ আজম, সেলিম আহাম্মদ, বকুল তালুকদার, বাংলাদেশি আলাউদ্দীন রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোশাররফ চৌধুরী লিটু, ব্যাবাম সভাপতি আব্দুল আহাদ, বাবাম সেক্রেটারি গিয়াস তালুকদার, সাবেক মেয়র প্রার্থী কামাল রহমান, সাবেক কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর আনাম মিয়া এবং আবু মুসাসহ বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠন ও স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।

র‌্যালির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস, ইউএসের প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন বাংলাদেশি আমেরিকানদের ভোট কেন্দ্রে গিয়ে ডেমোক্রেট প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের উপস্থিতি প্রমাণের জন্য আমাদেরকে ভোট দিতে হবে এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের নির্বাচিত করতে হবে।

বিএডিসি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. নাজমুল হাসান শাহীন, ড. জাকিরুল হক, ড. নাসিম উদ্দিন, ড. সিরাজুল হক, প্রকৌশলী আনোয়ার হোসেন, আরিফ মাহমুদ, জোবারুল চৌধুরী খোকন, প্রকৌশলী মুনির জামান, ফয়সাল চৌধুরী, এম এন ইসলাম শামীম, সোলেমান হোসেন, মো. এখলাস, জাভেদ চৌধুরী, রুহুল হুদা, ড. সারমিষ্ঠা দেব সুমি, প্রকৌশলী জামি খান, মোহাম্মদ হাফিজ, মাইকেল মোহসীন, এম তাহের লুৎফর, মহিউদ্দিন আহমেদ, হাফিজ রহমান, হাফিজ ফখরুল, মোহাম্ম্দ হাফিজ, মোহাম্মদ জামান, আবুল বাশার পাটোয়ারী, লুৎফর রহমান, এমএ মতিন, সিদ্দিকা আনোয়ার, ডেইজি হানিফ, এম এ এম শাহীন, মন্জুরুল হাসান, কাজী সোহেল আহাম্মদ, আজিজ চৌধুরী মুরাদ, জিএম জাকারিয়া, শোভা হানিফ, প্রকৌশলী সাদেক রহমান, মোহাম্মদ সুলাইমান বাহার, মাহমুদুল খান আপেল, প্রকৌশলী রাহাত খান, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন, মুহিত মাহমুদ, ফখরুল ইসলাম বাচ্চু সাইদ ফয়সাল ও শফিক বারি তনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com