সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
বাংলাদেশে রাইড ভাগাভাগির সেবা উবারের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উবারের সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি শহরের মধ্যে মানুষের যাতায়াতব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তন এনেছে, বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের ক্ষমতায়ন ও কাজের সুযোগ সৃষ্টি করছে, তা দেখে আমার খুবই ভালো লাগছে।’
উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরণ বলেন, ‘সাকিব আল হাসান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন, তাদের ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নে আমাদের আদর্শের প্রতিফলন ঘটাবেন। আমি নিশ্চিত যে এর মাধ্যমে বিনিয়োগ ও উদ্ভাবন আরও এক ধাপ এগিয়ে যাবে।’ বিজ্ঞপ্তি
Leave a Reply