মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা:
নোয়াখালী জেলার সোনাইমুড়ির জয়াগে গত কয়েক বছর থেকে একটি প্রতারক চক্র ওমরা হজের নামে বিভিন্ন সুবিধা দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করে লোকজনকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। এতে হজের যাত্রীরা বিমানে যাওয়া-আসা, থাকা-খাওয়া সহ বিভিন্ন কর্ম সম্পাদনে মারাত্মক দূর্ভোগ পোহাচ্ছে।
অভিযোগ থেকে জানা গেছে জয়াগ গ্রামের মৃত নুর উল্যার ছেলে সোলেমান সহ একটি চক্র দীর্ঘদিন থেকে ওমরা হজে¦র নামে লোকজনের সাথে প্রতারণা করে আসছে। একই গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে কামাল হোসেনের অভিযোগ থেকে জানা গেছে সোলেমান তাকে ভিআইপিদের সাথে সাউদিয়া এয়ারলাইন্সে ওমরা হজের করতে পাঠানোর কথা বলে ১ লাখ ৫ হাজার টাকা নেয়। তাকে বিলাসবহুল হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়। কামাল গত ২৮ এপ্রিল পরিবারের লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে বিমানবন্দরে গেলে তাকে অপরিচিত এক ব্যক্তি এয়ার বাংলার একটি টিকেট এনে দেন। সোলেমান তাকে লাকসামের শাহজাহান সিরাজের কাছে সাব কন্টাকে দিয়ে দেন। কামাল সৌদি আরবে তাদেরকে ওমরা স্থান থেকে অনেক দূরে একটি পরিত্যাক্ত ভবনে নিয়ে রাখে। এ ভবনের প্রতি রুমে ৭ জন করে থাকতে হয় এবং প্রতি ৩ রুমের ২১ জন লোকের জন্য একটি অপরিচ্ছন্ন নোংরা বাথরুমের ব্যবস্থা রয়েছে। তাছাড়া খাবার সরবরাহ করেছে অতি নিম্নমানের। যা তিনি খেতে পারেননি। ওমরা করতে যেখানে ৬৫ থেকে ৭০ হাজার টাকায় হয়ে যায়, সেখানে সোলেমান ভিআইপি মর্যাদায় বিলাসবহুল হোটেলে থাকা-খাওয়ার কথা বলে ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে শটকে পড়ে। জানা গেছে সোলেমান সহ একটি প্রতারক চক্র প্রতিনিয়ত কত কয়েক বছর থেকে এ কাজ করে আসছে।
এ ব্যাপারে সোলেমানের সাথে কয়েকবার যোগাযোগ করলেও তিনি তার ফোন রিসিভ করেননি। থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসিম উদ্দিন জানান, এ ব্যাপারে তার নিকট কোনো অভিযোগ নেই। অভিযোগ এলেই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
Leave a Reply