সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা:
নোয়াখালী জেলার চাটখিল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম মত বিনিময় করেছেন। এ সময় ইয়র্ক গ্রপের ম্যানেজিং ডাইরেক্টর সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ সেলিম খান চাটখিল প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়র্ক গ্রপের ম্যানেজিং ডাইরেক্টর সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ সেলিম খান, চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন, ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর চক্রবর্তী, জেএসডি নেতা শহীদ উল্যা, প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক রফিক উল্যাহ খোকন, আবু তৈয়ব, সাংবাদিক মামুন হোসেন, নাসির উদ্দিন, মুক্তার হোসেন, আশেকে এলাহি, জসিম মাহমুদ প্রমুখ। পরে ক্লাবে শীত উৎসব অনুষ্ঠিত হয়।
Leave a Reply