সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: চাটখিল থানা পুলিশ বদলকোট গ্রামের ভূঁইয়া বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী আয়েশা আক্তারকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একই বাড়ির সুজন ভূঁইয়া (৪২) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে আয়েশা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে চাটখিল থানায় মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার সকালে থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সুজন ভূঁইয়া দীর্ঘদিন থেকে আয়েশাকে যৌন হয়রানি, নিপীড়ন এবং উদ্যক্ত করে আসছে। এ ব্যাপারে আয়েশা সুজনের অভিভাবকসহ বাড়ির লোকজনের কাছে অভিযোগ করলেও সুজন তার কু-কর্মের চেষ্টা অব্যাহত রাখে। গত রোববার গভীর রাতে আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের পিছনে টয়লেটে যান। টয়লেট থেকে ফিরে ঘরে ঢুকার পর তার শয়ন কক্ষে সুজনকে দেখতে পায়। তখন তিনি চিৎকার করতে চাইলে সুজন মুখ চেপে ধরে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। সুজনের হাত থেকে বাঁচার জন্য আয়েশা খাটের সাথে থাকা সেলাই মেশিনের কেচি দিয়ে সুজনের মাথায় আঘাত করে তাকে আহত করে এবং চিৎকার দিতে থাকে। তখন ঘরের অন্য কক্ষে থাকা ছেলে ও দেবর আয়েশার কক্ষে এসে সুজনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুজনকে গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনার পর সুজনের বড় দুই ভাই আজম ও সুমন আয়েশা ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।
এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ এ এস এম শামছুদ্দিন জানান, মামলাটি তদন্ত চলছে এবং অভিযুক্ত সুজনকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply