বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলার নাথপাড়া গ্রাম থেকে ব্রজলাল শীল (৫২) নামে এক পাল্লা বাজারের এক সেলুন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। ব্রজলাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের মৃত কানু শীলের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ব্রজলাল শীলের পাল্লা বাজারে একটি সেলুনের দোকান রয়েছে। সে সোমবার বিকেলে বাড়ি থেকে তার দোকানে যায়। বাজার থেকে রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে তার গলায় রশি পেছানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রজলালের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
Leave a Reply