সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গতকাল রবিবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পুলিশ সপ্তাহ পালন করেছে।
এ উপলক্ষ্যে সকাল ১০ টায় থানা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি চাটখিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার ইনচার্জ এ এস এম শামছুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এস এম বাকী বিল্লাহ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বিল্লাল চৌধুরী, সাধারন সম্পাদক মনির হোসেন কচি প্রমূখ।
Leave a Reply