সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি মামুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। টুর্নামেন্টের একক পৃষ্ঠপোষক ইয়র্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী সেলিম খান, চাটখিল থানার অফিসার ইনচার্জ এ এস এম শামছুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদ কোং, রিহাব-এর ডাইরেক্টর জহির আহম্মেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, চাটখিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শোয়েব হোসেন বুলু, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইয়াছিন কবির, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন প্রমূখ। ফাইনাল প্রতিযোগিতায় খিলপাড়া সুপার স্টার মাতৃছায়া সেমি ইংলিশ মিডিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং মোঃ রাশেদ ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
Leave a Reply