সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা:আসন্ন নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে ক্ষমতাশীন আওয়ামীলীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল গুলো নিস্ক্রিয় রয়েছে। তাদের মাঝে নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই। অন্যদিকে আওয়ামীলীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এখানে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন দলীয় মনোনয়ন চেয়েছেন।
দ্বিতীয় ধাপে ১৯ মার্চ চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন। ৯ ইউনিয়ন ১ পৌরসভা নিয়ে চাটখিল উপজেলা ঘঠিত। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৭২২, এর মধ্যে পুরুষ ৮৮ হাজার ১৬৮ এবং মহিলা ৮৭ হাজার ৫৫৪ জন। এখানে বর্তমানে চেয়ারম্যান দায়িত্ব পালন করছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ জাহাঙ্গীর কবির। তিনি এবারও মনোনয়ন প্রত্যাশী। তাছাড়া চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সহ-সভাপতি হারুন অর রশিদ কোং, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদ চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা হুমায়ুন কবির মিঠু। চেয়ারম্যান মনোনয়ন পদে প্রত্যাশীদের ধারনা স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম যাকে চাইবেন তিনিই মনোনয়ন পাবেন। আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে সাংসদ এইচএম ইব্রাহিম এমপি জানান মনোনয়ন প্রত্যাশীগন দলের কাছে মনোনয়ন চেয়েছেন। সকল প্রার্থীই যোগ্য। তিনি কাউকে সমর্থন দিবেন না। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীগন যাকে চাইবেন এবং দলের কেন্দ্রীয় কমিটি যার মনোনয়ন চুড়ান্ত করবেন তিনি হবেন আওয়ামীলীগ মনোনীত দলীয় একমাত্র প্রার্থী। সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি নির্বাচনে এলে এখানে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন প্রতিদ্বন্ধিতা করবেন বলে দলের কয়েকজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন।
মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর কবির জানান, তিনি তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছেন। কোন প্রকার দূর্নীতি ও অনিয়ম করেন নি। দলীয় নেতাকর্মীদের সাথে সর্বদা যোগাযোগ রেখেছেন। তিনি দলের তৃণমূলের নেতা কর্মী হাই কমান্ডের প্রতি আস্থাশীল। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর জানান তিনি চাটখিলে অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সাথে সব সময় কাজ করে এসেছেন। এ জন্য দল তাকে মূল্যায়ন করবেন। একই মত প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী।
তাছাড়া এখানে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ইভু, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান লিঠন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর। আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, মীর হোসেন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাদ্দাম, সাবেক ছাত্রলীগ নেতা শামছু তফাদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজী শাহিন, মেরি আক্তার ও পান্না আক্তার।
মনোনয়ন প্রত্যাশীগন উপজেলা ও প্রত্যন্ত এলাকায় পোস্টার ও ব্যানার টানিয়ে ছেয়ে পেলেছেন। তৃনমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন। এতে দলের নেতাকর্মীরা বর্তমানে চাঙ্গা।
Leave a Reply