সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: গতকাল সকাল ১০ টায় চাটখিলে শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার একটি করে হাইস্কুল ও দুইটি কলেজ অংশগ্রহণ করে।
প্রতি স্কুল ও কলেজ থেকে ১০ জন করে দল গঠন করা হয়। প্রতিযোগিতায় উপস্থিত ৬ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সর্ব সম্মতিক্রমে কলেজ পর্যায় থেকে আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ ১ম এবং হাইস্কুল পর্যায়ে সিংবাহুড়া গার্লস একাডেমী ১ম, চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয় ২য় এবং চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে।
একক প্রার্থী নির্বাচনে সিংবাহুড়া গার্লস একাডেমীর ছাত্রী নিকিতা মজুমদার ১ম, আয়েশা ছিদ্দিকা রিপা ২য়, সাদিয়া আফরিন মিতু ৪র্থ এবং চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঐশি ৩য় স্থান অধিকার করে। এছাড়া একক প্রার্থী নির্বাচনে মোট ১২ জন প্রার্থী নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সান্তুনু কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোনাজের রশিদ, সমাজসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার, বিআরডিবি কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী, একাডেমীক সুপার ভাইজার আমজাদ হোসেন, সিংবাহুড়া গার্লস একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার সহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Leave a Reply