সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের আল ফারুক ইসলামী একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী দ্বীন ইসলাম (৯) মাত্র ৩ মাস ১৭ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে। দ্বীন ইসলাম ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার শাস্তাবাতানবাড়ি গ্রামের রফিক মাঝির ছেলে। তার পিতা একজন রাজমিস্ত্রীর সহকারী। রফিক মাঝি চাটখিল থানার পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও ৩ ছেলেমেয়ে নিয়ে বসবাস করছেন। কোরআনে হাফেজ দ্বীন ইসলাম তাদের বড় সন্তান। মাদ্রাসার পরিচালক আবদুল্লাহ-আল-নোমান জানান, অসাধারণ মেধাবী দ্বীন ইসলাম। সে মাত্র ৩ মাস ১৭ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্ত করে কোরআনে হাফেজ হয়েছে। দ্বীন ইসলাম দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাকে বিনা খরচে মাদ্রাসায় পড়ালেখা ও খাওয়া-দাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। হাফেজ দ্বীন ইসলামকে দেখতে প্রতিদিন আল ফারুক ইসলামী একাডেমিতে অনেক মানুষ ভিড় জমান। দ্বীন ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply