সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল উপজেলার পরকোট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের বিদায় উপলক্ষ্যে সোমবার বিকেলে স্কুল সভাকক্ষে এক বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এম মনিরুল হক, মোস্তাফিজুর রহমান, শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক নুর ইসলাম, চাটখিল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খোরশেদ আলম, পরকোট বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সামছুদ্দিন বাবুল, সদস্য জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন মেম্বার, সহকারী শিক্ষক ক্ষিতিশ চন্দ্র শীল সেন্টু প্রমুখ।
সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মনির হোসেন। সভাশেষে প্রধান অতিথি বিদায়ী প্রধান শিক্ষকের হাতে বিভিন্ন পুরষ্কার তুলে দেন।
Leave a Reply