সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার চাটখিলের প্রসাদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম মাষ্টার (৬০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে———রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকালে চাটখিলের সোমপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে প্রসাদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু, উপজেলা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমেদ কিরণ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চাটখিল শাখার আহবায়ক নুর ইসলাম মাষ্টার প্রমূখ।
Leave a Reply