সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: আসন্ন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর শেখ কে মোবাইল ফোনে হত্যা করে লাশ গুম করার হুমকি, চাঁদা দাবী ও অকথ্য ভাষায় গালি গালাজ করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর শেখ চাটখিল থানায় গত ২৯ অক্টোবর ২০১৮ এবং গত ৬ ফেব্রুয়ারি ২০১৯ দুটি পৃথক অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানায় দু’টি জিডি এন্ট্রি হলেও পুলিশ এ ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত বা আটক করতে পারে নি। তাই জাহাঙ্গীর শেখ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর শেখ গত রোববার রাতে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান তিনি প্রায় ৬ মাস পূর্বে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে করবে আশা পোষণ করে মাঠ পর্যায়ে জনসংযোগ শুরু করেন। এতে তিনি ব্যাপক সাড়াও পান। তৃণমূলে তার জনপ্রিয়তা দেখে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে বিভিন্ন অপ-প্রচার সহ ষড়যন্ত্র করে তাকে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসাবে তাকে মোবাইল ফোনের তিনটি নম্বর ০১৮৩২-৯৮৯৮৯৫, ০১৯৯৭-৫৯৬৫২৩, ০১৭৫৭-৭০০০০৫ থেকে তার মুঠোফোনে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি সহ তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। তিনি আরো জানান, গত তিন দশক ধরে নিঃস্বার্থভাবে তিনি আওয়ামীলীগের তৃণমূলের কর্মী হিসেবে কাজ করে আসছেন। এ সময় ঢাকাতে ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত তেঁজগাওতে নেত্রীর পাশাপাশি থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছেন। নির্বাচনে তিনি দলের সমর্থন ও সহযোগীতা কামনা করেন।
জাহাঙ্গীর শেখের জিডির ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম শামছুদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply