সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত শিবির ক্যাডার সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে আবারও ব্যবসায়ীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় চাটখিলের বিশিষ্ট ব্যবসায়ী শামছুদ্দিন শামীম চাটখিল প্রেসক্লাবে এসে লিখিতভাবে সাংবাদিকদের কাছে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের বড় বাড়ির শাহ আলমের ছেলে শিবির ক্যাডার সাইফুল ইসলাম রিয়াদ (৩০) এর কাছে অভিযোগকারী হজ্জের খরচ ও নগদ টাকাসহ মোট চার লক্ষ আশি হাজার টাকা পাওনা ছিলেন। শামীম উক্ত টাকা পরিশোধের জন্য তাকে চাপ সৃষ্টি করলে রিয়াদ টাকা না দিয়ে শামীমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাহ অপপ্রচার শুরু করে। এই ব্যাপারে শামীম গত বছর ৭ অক্টোবর চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই দিন রাতে তাকে আটক করে থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার সত্যতা পায়। এসময় পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে শামীমের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনাবলি মুছে দেয়। সে ভবিষ্যতে আর এই ধরনের অপকর্ম করবে না বলে মুচলেকা দিয়ে ছাড়া পায়। পরে আবারও একই অপরাধ শুরু করলে শামীম গত বছর ৭ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তাং- ০৭-১২-১৮ইং)। পুলিশ তদন্তকালে প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শামীমের বিরুদ্ধে অপপ্রচারের প্রমাণ পেয়ে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে কোটে চালান দেয়। সে ১ মাস ৩ দিন পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের অপকর্ম শুরু করে। শামীম আরো অভিযোগ করেন, রিয়াদ তার একটি চেকের পাতা চুরি করে জালিয়াতি করে।
এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামছুদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, শামীম গত বৃহস্পতিবার থানায় একটি জিডি করেছেন, তা তদন্ত চলছে।
Leave a Reply