রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃনোয়াখালী জেলার ৫০ শয্যা বিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার রাতে মহিলা রোগীকে শ্লীলতাহানীর অভিযোগে জরুরী বিভাগে কর্তব্যরত স্বাস্থ্য সহকারি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। থানা পুলিশ গত কাল শুক্রবার সকালে আনোয়ারকে নারী নির্যতন মামলায় গ্রেফতার দেখিয়ে কোট হাজতে প্রেরণ করেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পাচঁঘরিয়া গ্রামের আব্দুল হাকিম তার মেয়ে তানজিনা আক্তার (২২) কে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এ সময় জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক আলমগীর হোসেন আবাসিক মেডিকেল অফিসার শহিদুল ইসলাম নয়ন ছিলেন না। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহম্মেদ রামগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালের অটিতে অপারেশন করছিলেন। এ সুযোগে স্বাস্থ্য সহকারী আনোয়ার তানজিনাকে জরুরী বিভাগের ভিতরের রুমে নিয়ে রোগীর বিছানায় চিকিৎসার অজুহাত দেখিয়ে শ্লীনতাহানি ও ধর্ষণ এর চেষ্টা করে। তানজিনা শোর চিৎকার আরম্ভ করলে হাসপাতালের লোক জন ঘটনাস্থলে আসলে আনোয়ার পালিয়ে যেতে চেষ্টা করে এ সময় আনোয়ারকে জনতা আটক করে গণধোলাই ও জুতা পিটা দেয়। খরব পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।
তানজিনার পিতা আব্দুল হাকিম এ ব্যাপারে থানায় একটি মামলা করলে পুলিশ এটিকে নারী নির্যাতন মামলা হিসেবে রেকর্ড করে এবং গত কাল শুক্রবারে তাকে কোট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ এ এস এম শামছুদ্দিন জানান ঘটনা সত্যতা শিকার করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাক আহেম্মদ জানান তিনি এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
Leave a Reply