সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে চাটখিল উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য কেন্দ্রীয়ভাবে চুড়ান্ত প্রার্থীর ঘোষনার ০৪ দিন পর এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ গ্রুপের স্বত্তাধিকারী আলহাজ¦ জাহাঙ্গীর কবির। এতে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ২৫ টি স্থানে নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছেন। অবশেষে জাহাঙ্গীর কবির এর পক্ষে গত সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীরা তার মনোনয়নপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দিদারুল আলমের নিকট দাখিল করেন।
Leave a Reply