সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: গতকাল বুধবার সকালে চাটখিল পি.জি হাই স্কুলের সামনে এক সড়ক দুর্ঘটনায় স্কুলের ১০ম শ্রেণির ৩ ছাত্র গুরুতর আহত হয়েছে। আহতদেরকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল গেইটের সামনে চাটখিলÑসোনাইমুড়ি সড়কের পাশে গাছের গুড়িতে কয়েকজন ছাত্র বসা ছিল। এমন সময় বেপরোয়া গতিতে একটি পিকআপ এসে গাছের গুড়িতে ধাক্কা দিলে ৩ ছাত্র গুরুতর আহত হয়। আহতরা হচ্ছে রাহিম, শাহপরান ও রক্তিম। এই সময় ড্রাইভার পালিয়ে যায়। পরে উত্তেজিত ছাত্ররা পিকআপটিকে ভাংচুর করে সড়কের পাশে খালে পেলে দেয়। পুলিশ পিকআপটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এই ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম শামছুদ্দিন জানান, উক্ত বিষয়ে থানায় এখনও কোন মামলা হয়নি।
Leave a Reply