মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা: চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় সভাকক্ষে শনিবার দুপুরে আইন শৃঙ্খলা বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জম হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম শামছুদ্দিন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন, মুক্তিযোদ্ধা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কবির হোসেন, মুক্তিযোদ্ধা রহমত উল্যা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সোলায়মান ভুলু, পরিচালনা পরিষদের সদস্য আবদুল হক হেলাল, শিক্ষিকা জয়শ্রী আচার্য্য। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহাবুদ্দিন, সোহেল ও কাজল প্রমূখ। সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply