সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়িতে একের পর এক চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ স্থানীয়দের। এসব ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে শনিবার এলাকাবাসীর উদ্যোগে চৌমুহনী-সোনাইমুড়ি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন নাটেশ্বর ইউপি’র ৪নং ওয়ার্ড মেম্বার রফিক উল্যা, ব্যবসায়ী রহমত উল্যা, সমাজসেবক সাইফুল ইসলাম, আঃ রহিম প্রমুখ। এ সময় এলাকার হিন্দু, মুসলিম সহ শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। উল্লেখ্য গত ১২ মার্চ গভীর রাতে সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে খোরশিদ মিয়ার নতুন বাড়িতে ১৫/২০ জনের এক দল ডাকাত কাতার প্রবাসী সবুজ হোসেন শান্ত হাছানের ঘরের গেট ও দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় খোরশিদ মিয়া ও তার ছেলে জাবেদ সহ মহিলাদেরকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এক পর্যায়ে ডাকাত দল আলমিরাতে রক্ষিত নগদ ২০ হাজার টাকা, ৪০ ভরি স্বর্ণ, ৪টি দামী মোবাইল সহ ২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি। ওসি আবদুস সামাদ গ্রেফতারের আশ্বাস দিলেও এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গত বৃহস্পতিবার রাতে নাটেশ্বর ভূবন টেইলার (হিন্দু) বাড়িতে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়। পরে তাদের সোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একই এলাকার কার্তিক দাসের স্ত্রী প্রার্থনা রানী দাস জানান, সন্ত্রাসীদের ভয়ে তারা উৎকণ্ঠায় রয়েছে। এছাড়াও সুবর্ণচর ও সদর এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। এলাকাবাসী জানান, চুরির ভয়ে অনেকে রাতের বেলায় জাগরণ থেকে চোর পাহারা দিচ্ছে। কিন্তু এসব ব্যাপারে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
এ ব্যাপারে সোনাইমুড়ি থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে ওসি বলেন, সোনাইমুড়িতে আইন শৃঙ্খলা ঠিকই আছে। একটি কুচক্রি মহল প্রশাসনকে দায়ী করার জন্য প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে।
Leave a Reply