সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) তিনিধি: চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির শুক্রবার বিকেলে তার উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি বিগত ৫ বছরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। তিনি আগামী ৩১ মার্চ আবার নির্বাচিত হলে চাটখিল উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি নির্বাচনে জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে চাটখিলের সকল সাংবাদিকরা অংশগ্রহণ করে। এছাড়া মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা ও সাবেক ভিপি নিজাম উদ্দিন, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, পৌর আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান লিটন সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply