সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুর রহমান রিপন (চশমা) এর নির্বাচনী প্রচারণা চালানোর সময় রিপনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জসিম উদ্দিন আরমানের বাড়িতে হামলা করে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিজাম উদ্দিন সুজন (মাইক) এর সমর্থক কয়েকজন সন্ত্রাসী। গত মঙ্গলবার রাতে আরমানের নিজ বাড়ির উপজেলার ৩নং চাষীরাহাট ইউনিয়নের পোরকরা গ্রামের খাসের বাড়িতে এ ঘটনা সংগঠিত হয়েছে। সন্ত্রাসীরা আরমানকে এলাকা ছেড়ে ঢাকায় চলে যাওয়ার হুমকি দেয়। এলাকা না ছাড়লে হত্যা করা সহ রক্তের বন্যা বয়ে যাবে বলে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় আরমান গতকাল বুধবার প্রধানমন্ত্রী, পরাষ্ট্রমন্ত্রী, জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, থানা পুলিশ সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেছে এবং দুপুরে তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করে জীবনের নিরাপত্তা চেয়েছে।
অভিযোগে জানা গেছে, রিপনের চশমা মার্কার সমর্থনে আরমানের বাড়িতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন সময়ে সুজনের মাইক মার্কার সমর্থক আবু সায়েম, স¤্রাট, রিয়াদ হোসেন, তারিকুল ইসলাম রাফসান, ফারুক সহ ২৫/৩০ জন সন্ত্রাসী ঢুকে পড়ে। আরমানকে এলাকা ত্যাগ করে ঢাকায় চলে যেতে অথবা সুজনের পক্ষে নির্বাচন করার হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীরা আরমানকে হত্যা করার হুমকি দেয়। আরমান জানান, সুজনের সমর্থকগণ একজন প্রভাবশালীর ছত্রছায়ায় এ কাজ করেছেন। তাদের হাত থেকে পুলিশও তাকে রক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে তার মধ্যে আতঙ্ক রয়েছেন। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবদুস সামাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জসিম উদ্দিন আরমানের একটি অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত সাপেক্ষে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
Leave a Reply