বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল থানা পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে গাঁজা ও ইয়াবা সহ চার জন এবং জনগণকে হয়রানির অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে। অপরদিকে র্যাব-১১ (লক্ষ্মীপুর) অভিযান চালিয়ে চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রাম থেকে একশত পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে চাটখিল থানায় সোপর্দ করেছে।
চাটখিল থানার নবাগত ওসি আনোয়ারুল ইসলাম জানান, ৪ শত গ্রাম গাজাসহ উপজেলার কাঁচারি বাজার এলাকা থেকে সোনাইমুড়ি উপজেলার আমকি গ্রামের আবুল কাশেমের ছেলে স্বপন (২৭) ও শাকতলা গ্রামের মমতাজের ছেলে স্বপন (২৪) এবং একই উপজেলার জুগি খিলপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আবদুল হান্নান (২৬) ও তুষি গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে কামরুল (৩০) কে ২৫ পিচ ইয়াবাসহ চাটখিল পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে।
এছাড়া জনগণকে হয়রানি করার অভিযোগে শুধারাম থানার এজবালিয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মাসুদ রানা (২৮) কে দশঘরিয়া থেকে গ্রেফতার করেছে। অপরদিকে র্যাব-১১ লক্ষ্মীপুর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মীর হোসেনের ছেলে ইয়াবা ব্যবসায়ী ইমাম হোসেন পলাশ (৩০) কে ১ শত পিচ ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে চাটখিল থানায় সোপর্দ করেছে। থানা পুলিশ শনিবার গ্রেফতারকৃত ৬ জনকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply