সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল থানার নবাগত ওসি আনোয়ারুল ইসলাম চাটখিল থানায় যোগদান করার পর থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন। এতে করে গত শুক্রবার রাতে গাঁজা ও ইয়াবাসহ ৬ জন গ্রেফতারের পর শনিবার দুপুরে ও বিকেলে আরো ৫ জনকে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে চাটখিল পৌর এলাকার চুয়ানী মার্কেট থেকে নোয়াখলা গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াবা ব্যবসায়ী আব্দুল বাতেন (৪২) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে মীর হোসেন (৩২) কে ১৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। বিকেলে পরকোট মুন্সি রাস্তার মাথা থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ রামগঞ্জ উপজেলার কলসমা গ্রামের দত্তের বাড়ীর মোঃ সেলিমের ছেলে মোঃ রাসেল (২০) এবং একই বাড়ির নুর মিয়ার ছেলে মোঃ জসিম (৩০) কে গ্রেফতার করে। রাতে চাটখিলের দশঘরিয়া উচ্চ বিদ্যালয় গেইট থেকে ৪০ পিচ ইয়াবাসহ দশঘরিয়া গ্রামের জমির উদ্দিন মিঝি বাড়ির নুর নবীর ছেলে তারেক আজিজ (২২) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববর কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply