মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী জেলার চাটখিলের গোলাম মোস্তফার (৩৬) বাড়িতে শোকের মাতম বইছে। মোস্তফা উপজেলার দক্ষিণ নোয়াখলা গ্রামের মোল্লা বাড়ির নুর মোহাম্মদ এর ছেলে। মা শামসুন্নাহার, ৫ ছেলে ৪ মেয়ের মধ্যে সে সবার ছোট। গত রোববার গোলাম মোস্তফা মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সোমবার তার মৃত্যুর খবর বাড়িতে আসলে পরিবারের লোকজনের মধ্যে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। তার মা ও বাবা বারবার মূর্চ্ছা যায়। গোলাম মোস্তফার লাশ দ্রুত দেশে আনার দাবি জানান পরিবারের সদস্যরা। গোলাম মোস্তফা ভদ্র, বিনয়ী ও সদালাপী ছিলেন। তার মৃত্যুর সংবাদে এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগ জানান, বৃদ্ধ পিতা-মাতার ব্যয়ভার বহনের জন্য মোস্তফাই ছিলেন একমাত্র বাহন। স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
,
Leave a Reply