সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল উপজেলার পাল্লা বাজার তহসিল অফিসের তহসিলদার মোঃ সামছুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘদিন এখানে থাকার সুবাদে ভূমিখোরদের সাথে গড়ে তুলেছেন সখ্যতা। মোটা অংকের টাকা নিয়ে সরকারের খাস ভূমিতে অবকাঠামো নির্মাণের সুযোগ করে দিয়েছে। এই ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে গত মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদপুর গ্রামের মৃত জয়নাল আবদীনের ছেলে আবদুল হাই।
অভিযোগে জানা যায়, তহসিলদার সামছুল আলম দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি মোটা অংকের টাকার বিনিময়ে মোহাম্মদপুর মৌজার ১নং খাস খতিয়ান ভূক্ত সি,এস ২০৫৯ হালে বি,এস ৫৮৭৫নং দাগে স্থায়ী অবকাঠামো গড়ার সুযোগ করে দিয়েছেন মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ মাষ্টার এর বড় ছেলে মোঃ ফারুক হোসেন কে। এছাড়া তার বিরুদ্ধে জমা খারিজ ও খাজনা আদায়ে বিনা রশিদে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে তহসিলদার সামছুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
,
Leave a Reply