সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাটখিলে খালে মিললো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৬১২ বুলেট মাদক ও অস্ত্র ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের করিম মেম্বার চাটখিলে ব্যবসায়িকে অপহরন-চাঁদা দাবি -থানায় মামলা চাটখিলের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমসহ আওয়ামীলীগের ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা অপারেশন ক্লিন লীগ’ ঘোষণার দাবি গণঅধিকার পরিষদ নেতার বন্যা দুর্গতদের মাঝে এন আর বি ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ চাটখিলে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্র লীগের হামলার অভিযোগ টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ায় পুলিশের এস আই ক্লোজড সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরি নিয়ে দ্বন্দ্ব, যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে ফের গৃহবধুকেগণধর্ষণ ॥ গ্রেফতার ২

নোয়াখালীতে ফের গৃহবধুকেগণধর্ষণ ॥ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালীরসুবর্ণচরেগৃহবধুরগণধর্ষনের রেশকাটতেনাকাটতেই মঙ্গলবার রাতে নোয়াখালীর সোনাইমুড়িতে এক গৃহবধু (৩০) ফের গণধর্ষনের শিকারহয়েছেন। বুধবারমধ্যরাতেগুরুতরআহতঅবস্থায়তাকেউদ্ধারকরেপ্রথমে সোনাইমুড়িউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবংবৃহস্পতিবার ভোরেতাকে নোয়াখালী জেনারেলহাসপাতালেভর্তি করাহয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকারঅভিযোগেপুলিশ ২ লম্পটকে গ্রেফতারকরেছে। এ ঘটনায়নির্যাতিতনারীরপিতাবাদীহয়েগতকালবুধবার সোনাইমুড়ি থানায়একটিমামলা দায়েরকরেছে। এ ঘটনায়এলাকায়ব্যাপক ক্ষোভেরসৃষ্টিহয়েছে।

জানাযায়, নোয়াখালীর সোনাইমুড়িউপজেলারনাটেশ^রইউনিয়নের স্বামী পরিত্যাক্তা ওই নারীবাবারবাড়িতেবসবাসকরতো। পারিবারিককলহের জেরধরেতিনি মঙ্গলবার সন্ধ্যায়বাড়ী থেকে বেরহয়েনানারপাশর্^বর্তী বারগাঁওগ্রামেতারনানারবাড়িযাওয়ার পথে নিখোঁজহন। এই ঘটনার পর তারবাবারবাড়ির লোকজনআশপাশেরবাড়িতে খোঁজাখুজিকরেন। কোথাওনা পেয়েবুধবারসন্ধ্যায়নিখোঁজেরপিতাবাদীহয়ে সোনাইমুড়ি থানায়একটিনিখোঁজডায়রিকরেন। মঙ্গলবার রাতে দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকারকারণেপরিবারের লোকজনতাকে বেশি স্থানে খোজাখুজিকরতেপারেনি। ধর্ষণঘটনায়আটকনিজামউদ্দিনবাচ্চুজানায় ওই নারীযাওয়ারসময়তাকেঅপহরণকরেঅজ্ঞাত স্থানেনিয়েগিয়েরাতভরতারা ৪ জনপালাক্রমে ধর্ষনকরে। তারাহলো- বারগাঁওগ্রামেরনুরুলইসলামের ছেলেআমিনুলইসলামমিন্টু (৩২), একই গ্রামেরউজিরআলীর ছেলেনিজামউদ্দিনবাচ্চু (৩০), আলী হোসেনের ছেলেআলাউদ্দিন (২৮) ও হানিফের ছেলেনুরনবীতারেক (৩০)।এতে ওই নারী অসুস্থ হয়েপড়েন। বুধবাররাতে গোপনসংবাদের ভিত্তিতে সোনাইমুড়ি থানাপুলিশবারগাঁওগ্রামেরনুরুলইসলামের ছেলেআমিনুলইসলামমিন্টু ও উজিরআলীর ছেলেনিজামউদ্দিনবাচ্চুকেআটককরেজিজ্ঞাসাবাদ করে। তাদের স্বীকারোক্তিতে বারগাঁওইউনিয়নের কৃষ্ণপুরগ্রামেরকল্লাপড়ানামক স্থানেএকটি ডোবা থেকে বুধবাররাতেঅচেতনঅবস্থায়নারীকেউদ্ধারকরে স্থানীয় সোনাইমুড়িউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়। সেখানেপ্রাথমিকচিকিৎসা শেষে নোয়াখালী জেনারেলহাসপাতালেবৃহস্পতিবার ভোরেএনেভর্তি করাহয়। বর্তমানেতিনি জেনারেলহাসপাতালেরগাইনীওয়ার্ডে চিকিৎসাধীনরয়েছেন।

সোনাইমুড়ি থানারপরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেনসমকালকেবলেন, পরিবারের লোকজনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়েরাগকরেবাড়ি থেকে বেরহয়েনানারবাড়িযাওয়ার পথে তিনিনিখোঁজহন। তবেউদ্ধারহওয়ানারী কোনো তথ্য দিয়েপুলিশকেসহযোগীতাকরছেনা। ওই ঘটনার পর থেকে তিনিবাকরুদ্ধ হয়েপড়েছেন। সোনাইমুড়িউপজেলারবারগাঁওইউপি চেয়ারম্যানইঞ্জিনিয়ারআনিসুররহমানজানান, তারইউনিয়নের এক নারীবাড়ি থেকে বেরহয়েনিখোঁজহওয়ার পর গণধর্ষনের স্বীকারহয়েছেবলেতিনি জেনেছেন। বুধবাররাতেতিনিনিজেউপস্থিত থেকে বারগাঁওইউনিয়নের কৃষ্ণপুরগ্রামেরইব্রাহিমমাস্টারেরবাড়িরকাছ থেকে নারীকেউদ্ধারকরেহাসপাতালেপাঠানোহয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরাএলাকারচিহ্নিতইয়াবাব্যবসায়ী ও নেশাখোর। তাদের বিরুদ্ধে ইউনিয়নপরিষদ কার্যালয়েঅনেকঅভিযোগএসেছে।

নোয়াখালী জেনারেলহাসপাতালেরআবাসিক মেডিকেলঅফিসারডা: সৈয়দ মহিউদ্দিনআব্দুলআজিমবলেন, বৃহস্পতিবার ভোরে ওই গৃহবধুকেহাসপাতালেরজরুরীবিভাগেআনাহয়। তাকেহাসপাতালেরগাইনীওয়াডেভর্তি করেচিকিৎসা সেবা দেওয়াহচ্ছে। তবেতিনিকারো সাথে কোনোকথাবলছেননাএবং তথ্যও দিচ্ছেননা। ঘটনার পর থেকে তিনিবাকরুদ্ধ। জেলার অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন) দীপক জ্যোতিখীসাঘটনারসত্যতানিশ্চিতকরেবলেন, খবর পেয়েতিনি সোনাইমুড়িউপজেলারঘটনাস্থল পরিদর্শনকরেছেন, এ ঘটনায় থানায় ৪ জনকেআসামীকরেএকটিমামলা দায়েরহয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতারকরাহয়েছে। বাকিআসামীদেরকেধরতেপুলিশঅভিযানঅব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 dailychatkhilkhobor.Com
Design & Developed BY ThemesBazar.Com