বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
চাটখিল সংবাদদাতা (নোয়াখালী) ঃ জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির চাটখিল উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিনিধি সভা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জেএসডির সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও জেলা জেএসডির সভাপতি এম এ জলিল চেয়ারম্যান।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জেএসডি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাউছার নিয়াজী, সদর উপজেলা জেএসডির আহবায়ক আমির হোসেন বিএসসি ও আমেরিকা শাখার জেএসডি নেতা রফিক উল্যাহ মনু। সভায় বক্তব্য রাখেন জেএসডির নেতা কাজী নুরুল ইসলাম ফারুক, উপজেলা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ কিরণ, জেএসডি নেতা ফিরোজ আলম। সভা পরিচালনা করেন পৌর জেএসডির সাধারণ সম্পাদক সাংবাদিক মো.নাসির উদ্দিন। সভায় বক্তাগন, গনতন্ত্র পূনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, সারাদেশে ৮টি প্রদেশ গঠন ও দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনসহ অপশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
Leave a Reply