সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
চাটখিল প্রতিনিধি : চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার রাতে ৭শ দুই পিচ ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে চাটখিলের আবু তোরাব গ্রাম থেকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে পুলিশ ইয়াবা বিক্রির নগদ এক লাখ ২৩ হাজার দুই শত ৪০ টাকা উদ্ধার করে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মহিলা হচ্ছে রামগঞ্জ উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের স্ত্রী লাখি বেগম (৩২)। তিনি আরো জানান, লাখি বেগমের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২ টি এবং চাটখিল থানায় ৩টি মামলা রয়েছে। উল্লেখ্য, চাটখিলে একত্রে এত বেশি ইয়াবা আগে উদ্ধার হয়নি। পুলিশ লাখিকে গত রোববার কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply