মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
চাটখিল সংবাদদাতা: চাটখিল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধুলার আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে চাটখিল পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ি) আসনের এমপি এইচ এম ইব্রাহিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো.হাবিবুর রহমান, সাংবাদিক গুলজার হোসেন সৈকত, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন জাহাঙ্গীর, মিজানুর রহমান বাবর ও সাবেক ভিপি নিজাম উদ্দিন প্রমূখ। এদিকে নববর্ষ উপলক্ষ্যে চাটখিলে ডাক্তার নোমান হাসপাতালের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত পান্তা ইলিশ খাওয়াসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে অনুষ্ঠানগুলো পরিচালনা করেন সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ও মেডিসিন কোম্পানির এরিয়া ম্যানেজার নজির আহম্মদ হারুন।
Leave a Reply