সোমবার, ২৮ Jul ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত রোববার গভীর রাতে চাটখিলের পশ্চিম খিলপাড়া এলাকা থেকে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিলের প্রসাদপুর গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মোঃ সুমন (৩৫) ও একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে মোঃ শাহাজান (৪০)।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি লম্বা ছোরা উদ্ধার করেছেন। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
Leave a Reply