বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ চাটখিলে মাটি ও জ্বালানি বিহীন ইটের ব্যবহার এবং প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালা গত বৃহস্পতিবার দুপুরে কুটুমঘরের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ফ্রিডম কর্পোরেশনের চেয়ারম্যান সাইফুল্লাহ মানিকের সভাপতিত্বে ও চাটখিল স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান ভিপির পরিচালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্স মো.আনোয়ারুল ইসলাম, ঢাকার অনন্যা গ্র“পের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্যা সবুজ,চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো.হাবিবুর রহমান, চাটখিল স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো.মাসুদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তাগন বলেন পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিবেশের ভূমিকা অপরিসীম।তাই মাটি ও জ্বালানি বিহীন ইটের ব্যবহার এখন সময়ের শ্রেষ্ঠ দাবি, বিকল্প পদ্ধতিতে পরিবেশ বান্ধব ইট তৈরিতে সংসদেও আইন পাশ করা হয়েছে এবং এই আইন দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। ফ্রিডম কর্পোরেশনের কর্মকর্তাগণ জানান, চাটখিল দশঘরিয়া বাজারের পশ্চিমে জ্বালানি বিহীন পরিবেশ বান্ধব ইট তৈরির কারখানা অল্প সময়ের মধ্যে শুরু করা হবে।
Leave a Reply