সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার চাটখিলের দেলিয়াই বাজার ও ইটপুকুরিয়াসহ বিভিন্ন স্থানের খালের উপর স্থাপিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গতকাল বুধবার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে দেলিয়াই বাজার থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। দেলিয়াই বাজারে খালের উপর স্থাপিত মুক্তিযোদ্ধা মার্কেট সহ রাস্তার দক্ষিণ পাশের ২৫টি এবং ইটপুকুরিয়া বাজারে খালের উপর স্থাপিত ১৫টি সহ অন্যান্য স্থানে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চাটখিল উপজেলা সহকারী কমিশনার ভূমি শান্তনু কুমার দাস জানান, খালসহ সরকারী জায়গার উপর অবৈধভাবে স্থাপিত স্থাপনা সমূহে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply