সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : চাটখিল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি সাংবাদিক নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৬ মে বিকেলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চাটখিল প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচী পালন করে। কর্মসূচীর অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে চাটখিল প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শোয়েব হোসেন বুলুর পরিচালনায় এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ দিদার-উল-আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব, রফিকুল্লাহ খোকন, সাংবাদিক দীন মোহাম্মদ, মুক্তার হোসেন মুক্তা, মামুন হোসেন, গুলজার হোসেন সৈকত, জসিম মাহমুদ, হান্নান সাকুর, মনির হোসেন ও আবু নাছের চৌধুরী জুয়েল প্রমুখ। সভায় বক্তারা সাংবাদিক নাসিরের আত্মার মাগফেরাত কামনা করে তার স্ত্রী ও সন্তানদের সার্বিক সহযোগিতা করার ঘোষণা দেন। সভা শেষে মরহুম সাংবাদিক নাসির উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম।
Leave a Reply