সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ এবং সাবেকদের বিদায়ী উপলক্ষ্যে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাছান ও ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি এস এম বাকী বিল্লাহ। সভা পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মেদ। সভা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply