সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা পুলিশ গতকাল শনিবার গভীর রাতে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী জসীম উদ্দীন আরমান কে হত্যার হুমকিদাতা এবং তার নিকট চাঁদাদাবী করা সন্ত্রাসী ইয়াসিন আরফাত বাদশা (২৪) কে গ্রেফতার করেছে। সন্ত্রাসী বাদশা সোনাইমুড়ি উপজেলার চাষীর হাট ইউনিয়নের পোরপারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। থানায় আরমানের দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, বাদশা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। বাদশা প্রথমে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে, চাঁদা না দিলে এলাকায় থাকতে না দেয়ার হুমকি প্রদান করে এবং প্রতিমাসে ৫০ হাজার টাকা নিয়মিত চাঁদা দেয়ার হুমকি দেয়। আরমান চাঁদা না দেওয়া গত শুক্রবার ও বৃহস্পতিবার (১০ ও ৯ মে) আরমানকে মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করে। আরমান ঢাকার একজন গার্মেন্ট ব্যবসায়ী এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। থানা অফিসার ইনচার্জ আব্দুস সামাদ জানান, অভিযোগের ভিত্তিতে বাদশা গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply