সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ও ইফতার পার্টি গত বৃহস্পতিবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মাষ্টার সামছুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন সমিতির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আলিম সুজন। চাটখিল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নুরেজ্জামান, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সমিতির নোয়াখালী জেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন, শিক্ষক নেতা নুরুল ইসলাম, এ বি এম জিল্লুর রহমান, রফিক উল্যাহ, মিজানুর রহমান, শফিউল কবির খাঁন, আবুল কাশেম সুজন প্রমূখ। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে সভাপতি এবং শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এ বি এম জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট চাটখিল উপজেলা শাখার কমিটি গঠিত হয়।
Leave a Reply