সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা পুলিশ গতকাল সোমবার রাতে বিশেষ অভিযোগ চালিয়ে থানার তালিকাভূক্ত সন্ত্রাসী ৭ মামলার আসামী খোরশেদ আলম (৩৯) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। সন্ত্রাসী খোরশেদ সোনাইমুড়ি উপজেলা জাহানারাবাদ গ্রামের মাইজের বাড়ির ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। তাছাড়া সন্ত্রাসী খোরশেদ চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ফারুকের খুচরা বিক্রেতা। ফারুক কোরপাড়া গ্রামের আলী আকবার ভূইয়া বাড়ির মৃত জব্বর মুন্সির ছেলে। সে টেকনাফ থেকে ইয়াবা এনে এলাকায় ব্যবসা করে।
থানা অফিসার ইনচার্জ আবু সামাদ জানান, সন্ত্রাসী খোরশেদ গ্রেফতারের সময় তার নিকট ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ৬টি মামলা রয়েছে। গতকাল সোমবার সকালে সন্ত্রাসী খোরশেদকে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply