সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কৃষক নুরুল আমিন (৫৫) কে সোমবার রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত নিহতের ভাতিজা আনিসুর রহমান রুবেল (৩০) কে থানা পুলিশ আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নুরুল আমিন স্থানীয় মজ্যতপাড়া মসজিদ থেকে তারাবীর নামাজ শেষে দোকানে এসে চা পান করে বাড়ির দিকে রওনা হন। পথমধ্যে বাড়ির কাছাকাছি বাগানের কাছে আসলে আগ থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে তাকে বাগানের ভিতর নিয়ে গিয়ে হাত পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। প্রতিদিনের মতো নুরুল আমিন নামাজ শেষে ঘরে না ফেরায় ঘরের লোকজন তার মুঠোফোনে ফোন করে ফোন বন্ধ পায়। তখন পরিবারের এবং স্থানীয় লোকজন চারদিকে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের বাগানের ভিতর হাত পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত নিহতের বড় ভাই মীর হোসেন এর ছেলে রুবেল (৩০) কে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম রাজন জানান, চাচা ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য তিনি অনেকবার চেষ্টা করেছেন এবং এই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অনেকটা নিশ্চিত।
এ ব্যাপারে নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত আনিসুর রহমান রুবেল সহ ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply